বঙ্গবিভূষণ (মরণোত্তর) পুরস্কার পেলেন ফিরোজা বেগম

জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী বাংলাদেশের প্রয়াত ফিরোজা বেগম পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ (মরণোত্তর) পুরস্কার পেয়েছেন। পুরস্কারের ভারতীয় দুই লাখ টাকা, মানপত্র এবং উত্তরীয় গ্রহণ করেন প্রয়াত শিল্পীর ভাতিজি ও শিষ্য সুস্মিতা আনিস। মোট ৩৫ গুণীজনকে বুধবার ‘বঙ্গভূষণ’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে বুধবার বিকেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্টজনদের হাতে তুলে দেন ‘বঙ্গভূষণ’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মান৷

এ ছাড়াও সম্মান পান গিরিজাদেবী, কবীর সুমন, কার্তিক দাস বাউল, সৈয়দ রশিদ খান, সুজিত সরকার, প্রদীপ সরকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেব, সঞ্জীব গোয়েঙ্কা, ডা. সুব্রত মৈত্র, ডা. ত্রিদিব বন্দ্যোপাধ্যায়, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, মনোহর আইচ, সুবোধ সরকার প্রমুখ৷ কলকাতার রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘকে সম্মান জানানো হয়৷

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর