সৌম্য-তামিমদের বিপক্ষে লঙ্কানদের চূড়ান্ত দল ঘোষণা

হাওর বার্তা ডেস্কঃ সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপের পর পরই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট বোর্ড এই সিরিজের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষে বুধবার (২৪ জুলাই) ২২ সদস্যর এই দলটিকে ১৮ সদস্যে নামিয়ে আনা হলো। দল থেকে বাদ পড়েছেন নিরোশান ডিকওয়েলা, দানুষ্কা গুনাথিলাকা, লক্ষণ সানদাকান ও লাহিরু মদুশঙ্কা।

১৮ সদস্যের মধ্যে কেবল লাসিথ মালিঙ্গা প্রথম ওয়ানডে ম্যাচটি খেলবেন; এরপর জাতীয় দল থেকে অবসরে যাবেন এই তারকা পেসার। মালিঙ্গার পরিবর্তে দ্বিতীয় ওয়ানডে থেকে দাসুন সানাকা খেলতে পারেন। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।

শ্রীলঙ্কার চূড়ান্ত দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিষেক ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর