রোহিঙ্গা নির্যাতনের তদন্ত শুরু হতে পারে অক্টোবরে

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের অনুমতি পেলে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত অক্টোবর নাগাদ শুরু হতে পারে বলে জানিয়েছেন আইসিসির ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, তথ্য ও উপাত্ত সংগ্রহে কাল কক্সবাজারের আশ্রয় শিবিরে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল। তদন্ত শুরুর আগে বাংলাদেশ সরকারের নানা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তারা। আলোচনায় সমঝোতা স্মারক সইয়ের বিষয়টিও তুলে ধরেছেন তারা।

আইসিসির কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই জানিয়ে জেমস স্টুয়ার্ট বলেন, তাদের মূল লক্ষ্য নির্যাতিত রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিত করা।

এক প্রশ্নের জবাবে স্টুয়ার্ট জানান, তদন্তের সঙ্গে যুক্ত তথ্য সংগ্রহের স্বার্থে আইসিসির মিয়ানমার সফরের প্রস্তাব নাচক করে দিয়েছে নেপিদো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর