মেথি শাক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে

হাওর বার্তা ডেস্কঃ বাজারে অন্যান্য শাক-সবজির সঙ্গে এ সময় মেথি শাকও পাওয়া যায়। খেতে সুস্বাদু মেথি শাক প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন দেশে। মেথি শাক লিভারের কার্যকারিতা বাড়াতে এবং বদহজম দূর করতে দারুণ উপকারী। এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে।

মেথি শাক আমাশয় এবং ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে। মেথি শাকে অ্যান্টি ডায়বেটিক উপাদান থাকায় মেথি শাক রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী। মেথি শাক রক্তের লিপিড লেভেল ঠিক রাখতে দারুণভাবে সাহায্য করে। এ কারণে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী।

কোলেস্টেরল কমাতে কিছু পাতা পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে পানিটা ছেকে খেয়ে নিন। নিয়মিত এই মিশ্রণটি খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

মেথি শাক খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। এ কারণে এটি হদরোগের ঝুঁকিও কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের যে কোনো ধরনের সেলের ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে। এ ছাড়া এটি বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদি রোগের জন্যও উপকারী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর