বিনামূল্যে ২৭ হাজার ৬৯৫ জনকে মানুষকে ডাস’র চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে

হাওর বার্তা ডেস্কঃ চুক্ষ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দৃষ্টি উন্নয়ন সংস্থা-ডাস। প্রতিষ্ঠার পর থেকে উনত্রিশটি চক্ষুশিবিরের মাধ্যমে বিনামূল্যে ২৬ হাজার ৬৯৫ জনকে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিনামূল্যে চোখের ছানি অপরাশেন করা হয়েছে চার হাজার ৪৯ জনের এবং নালি অপারেশন করেছে একশ ৫২ জনের।

শুক্রবার দৃষ্টি উন্নয়ন সংস্থার বর্হিবিভাগ ‘আনোয়ার হোসেন প্রি-ফ্রাইডে চক্ষু চিকিৎসা বর্হিবিভাগ’এর ছয় বছরে পর্দাপণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

দৃষ্টি উন্নয়ন সংস্থার মহাসচিব ডা. মো. শাহীন রেজা চৌধুরী তার প্রতিবেদনে জানান, প্রতি শুক্রবার ঢাকার সার্কুলার রোড, ভুতের গলিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছে তাদের প্রতিষ্ঠান। গেল পাঁচ বছরে ডাস বর্হিবিভাগের মাধ্যমে তিন হাজার ২৫৬ জনকে সেবা দিয়েছে। চক্ষু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সেবা দিয়ে আসছে ডাস।

ডা. শাহীন রেজা জানান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় ‘দৃষ্টি উন্নয়ন সংস্থা-ডাস’ কাজ করে যাচ্ছে। এ সেবা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার রেজওয়ান আহম্মদ তৌফিক। দৃষ্টি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ, ড. শামীম জে আহমেদ।

এছাড়া অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন- মো. সুলাইমান, মো. আজিজুল হক, নাসির উদ্দিন ভুঁইয়া, মো. বিল্লাল হোসেন প্রফেসর এমএন ফারুক, আব্দুর রোউফ চৌধুরী, শাহিদুল ইসলাম সাচ্চুসহ আরো অনেকে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর