ধর্ষণের জন্য নারীর ধূমপান ও পোশাক দায়ী

যেসব নারী ধূমপান, মদপান ও উত্তেজক পোশাক পরিধান করেন অধিকাংশ ক্ষেত্রে তারাই ধর্ষণের শিকার হন। তাদের ধর্ষণের শিকার হওয়ার আশঙ্কা বেশি। চীনের একটি আদালত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নিবন্ধে এ মন্তব্য করেছে।

গত তিন বছরের ১৫১টি ধর্ষণ মামলার ১৬২ জন আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে বেইজিংয়ের হাইদিয়ান জেলার একটি আদালত এ মন্তব্য করেছে।

এতে ধর্ষকদের আচরণের সমালোচনা না করে বরং নারীদের তাদের অভ্যাস পরিবর্তনের আহ্বান জানানো হয়। রায়ে ধর্ষকদের সেই সব তরুণ বলে আখ্যায়িত করা হয়েছে যারা যৌন চাহিদা নিয়ে সন্তুষ্ট নয় এটি পূরণের ভালো কোনো উপায় তাদের জানা নেই।

রায়ে বলা হয়, ‘হামলার শিকার বেশ কিছু সংখ্যকের ধূমপান ও মদপানের মতো খারাপ অভ্যাস রয়েছে। ধূমপান ও মদপান, বিশেষ করে যাদের মদপানের অভ্যাস রয়েছে আসামিরা ওই নারীদের সহজেই তাদের টার্গেট বানায়।’

আদালত জানায়, যারা ধর্ষণের শিকার হন, তাদের অনেকেই খোলামেলা যৌন আবেদনময়ী ভঙ্গি করেন এবং পুরুষ যখন তাদের দিকে অগ্রসর হয় তখন রক্ষা পাওয়ার জন্য যথার্থ পদক্ষেপ নেন না।’

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর