পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ

হাওর বার্তা ডেস্কঃ আরবাব খিজির হায়াত। জন্ম পাকিস্তানে। সেখানেই বেড়ে ওঠা। তার দাবি, তিনিই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আর তা তো স্বাভাবিক বটেই! ২৫ বছরের আরবাব খিজির হায়াতের ওজন ৪৩৫ কেজি।

সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে দাবি করা খিজিরের অপর নাম ‘খান বাবা’। এ নামেই তিনি সমাধিক পরিচিত। এ নাম ছাড়াও শক্তিশালী এই মানুষটিকে অনেকে আবার ‘দ্য হাল্ক’ বলেও ডাকেন।

তার বসবাস পাকিস্তানের মর্দানে। এরই মধ্যে শক্তিশালী এই মানুষটি পাকিস্তানের ‘মিনি স্টার’ নামে পরিচিত পেয়েছেন। রোজই  শতাধিক মানুষ তাকে দেখতে ভিড় করেন।

খিজিরের খাদ্য তালিকা চমকে যাওয়ার মতোই কোনো ঘটনা। তিনি প্রতিদিন ১০ হাজার ক্যালোরি খাবার খান। এর মধ্যে ৩৬টি ডিম, ৩ কেজি মাংস আর ৫ লিটার দুধ।

তিনি অনায়াসে দড়ি দিয়ে ট্রাক্টর টানতে পারেন। এক হাতে একজন মানুষ এবং ১০ হাজার পাউন্ড পর্যন্ত ওজন অবলীলায় তুলতে পারেন খিজির।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত ওজন ছাড়া ৬ ফুট তিন ইঞ্চি লম্বা ‘খান বাবার’ অন্য কোনো শারীরিক সমস্যা নেই।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর