ইলেকশনে রেফারীর দায়িত্ব পালনকারীরাই প্রতিপক্ষ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “আমাকে ঠেকাতে গিয়ে নির্বাচন বন্ধ করতে হয়েছে, গামছার জোয়ার আটকাতে গিয়ে এখন নৌকাও আটকা পড়েছে। যারা ইলেকশনে রেফারীর দায়িত্ব পালন করবে সেই নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করার মাধ্যমে নিরপেক্ষতা হারিয়ে নিজেরাই প্রতিপক্ষ হয়েছে।”

আমি এমপি হওয়ার জন্য কালিহাতী উপ-নির্বাচনে প্রার্থী হই নাই, কেউ যেন পাবরিকের ভোট ছাড়া আর এমপি হতে না পারে সেটা বন্ধ করতে প্রার্থী হয়েছি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বুধবার কালিহাতী উপজেলা আটাবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর আমি যদি প্রতিবাদ না করতাম তাহলে যে আওয়ামী লীগ মাটির নিচে থাকতো, তারাই এখন বড়াই করে।” বঙ্গবীর বলেন, “মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করছি, যতদিন মানুষ ভোটাধিকার ফিরে না পাবে ততদিন আমার সংগ্রাম চলতে থাকবে।”

কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতিক, সখিপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল হালিম লাল প্রমুখ।
বিডি-প্রতিদিন

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর