বাংলাদেশ পুলিশ সুপার এসপি পদমর্যাদার ২১ কর্মকর্তাকে রদবদল

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

ঢাকা মেট্রোপলিট পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিলেটের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে পিরোজপুরের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী ফেনীর পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফ ডিএমপির উপ-পুলিশ কমিশনার, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন নোয়াখালীর পুলিশ সুপার, পুলিশের অ্যান্ট্রি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলার পুলিশ সুপার করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেনকে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিমকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রামের পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার মো. রশীদুল হাসানকে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, ঢাকা পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে জয়পুরহাটের পুলিশ সুপার, ডিএমপি উপ-পুলিশ কমিশনার ইউসুফ আলীকে পঞ্চগড়ের পুলিশ সুপার, ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফাতিহা ইয়াসমিনকে ঝালকাঠির পুলিশ সুপার, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদকে পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার, ৮ম এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) সৈয়দ মোসফিকুর রহমান পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার, নোয়াখালীর পিটিসি পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান ৮ম এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার), রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজবাড়ীর পুলিশ সুপার, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে রংপুরের পুলিশ সুপার করা হয়েছে।

এর মধ্যে রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এই তিন কর্মকর্তা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের পরে বদলি হওয়া কর্মস্থলে যোগ দেবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর