প্রেমের টানে নেত্রকোণায় চীনা তরুণী

হাওর বার্তা ডেস্কঃ চীনা তরুণী ইবনাত মরিয়ম ফাইজারের সঙ্গে চাকরির সুবাদে পরিচয় হয় নেত্রকোণার জসিম উদ্দিনের। তাদের সেই পরিচয় হয় দুবাইয়ে। সেখানেই তাদের বন্ধুত্ব। এরপর তিন বছর তারা দুজন দুই দেশে চলে যান। পরে আবার দুবাইতে দেখা, শেষে বিয়ে। এই বিয়েতে নিজের ধর্ম পাল্টাতে হয়েছে ফাইজাকে। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি এখন মুসলিম।

গত রোববার নেত্রকোণার কলমাকান্দার গুতুরা বাজারে জসিম-ফাইজারের বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে।

সেই বৌভাতে আসা একজন অতিথি বলেন, ‘ভালোবাসার টানে মানুষ যেখানে সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে পারে, আর চীন দেশ থেকে কলমাকান্দায়ও আসতে পারে না?’

জানা যায়, ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান। তার শ্বশুর আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদ।

সিরাজুল ইসলাম বলেন, ‘আমি খুশী, আমার পুত্রবধূ চীনা বংশদ্ভুত হওয়ায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর