জিংক সমৃদ্ধ ধান

চাঁদপুরের মতলবে জিংক সমৃদ্ধ ধানের এবার বাম্পার ফলন হয়েছে। দেশে উদ্ভাবিত হয়েছে নতুন জাতের ব্রি ৬২ ধান। মানবদেহে জিংকের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে এটি। সে লক্ষ্যেই এ বছর কৃষকদের হাতে পৌঁছে দেয়া হয়েছে নতুন জাতের এই ধান। প্রথমবারের মতো উচ্চ ফলনশীল জাতের এই ধান চাষ করে কৃষকরা আশাতীত ফলন পেয়েছেন। চলতি মৌসুমে ৩০ জন কৃষক এবারই প্রথম উচ্চ ফলনশীল জাতের এ ধানটি চাষ করেন

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর