ভারতে স্বামীর বেতনের ৩০ শতাংশ পাবেন স্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে খোরপোষ হিসেবে দিতে বাধ্য হবেন স্বামী ৷ সম্প্রতি এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, একজন ব্যক্তির আয়ের উপর অন্য কেউ নির্ভর না থাকে তাহলে স্বামীর বেতনের ৩০ শতাংশ স্ত্রী পাবেন ৷

সম্প্রতি এক নারীর বিবাহ বিচ্ছেদের পর খোরপোষ মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, স্বামীর বেতনের ৩০ শতাংশ ওই নারীকে দিতে হবে ৷

ওই নারীর বিয়ে ২০০৬ সালের ৭ মে সিএসআইএফ ইন্সপেক্টরের সঙ্গে হয়েছিল ৷ ২০০৬ সালের ১৫ অক্টোবর তারা আলাদা হয়ে যায় ৷ এরপর খোরপোষের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন ওই নারী ৷

২০০৮ সালে এর পরিপ্রেক্ষিতে ওই নারীর স্বামীকে নির্দেশ দেয়া হয় মোট বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে খোরপোষ হিসেবে দিতে হবে ৷ এরপর ওই নারীর স্বামী আদালতে ফের মামলা করে ৷ এরপর ট্রায়াল কোর্ট ৩০ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছিল খোরপোষ ৷ এরপর দিল্লি হাইকোর্টে ফের এ রায়কে চ্যালেঞ্জ করে ওই নারী মামলা করে ৷

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর