শাহরিয়ার কবিরের আবিষ্কার: `বহু এনজিও রোহিঙ্গাদের জেহাদে উদ্বুদ্ধ করছে’

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গাদের জঙ্গি কাজে সম্পৃক্ত হওয়ার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘বহু এনজিও ওদের (রোহিঙ্গাদের) রেডিক্যালাইজড করছে, জেহাদে উদ্বুদ্ধ করছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে একাত্তর টিভির টক শো ‘একাত্তর জার্নাল’-এর ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি।

ঘাদানিক নেতা শাহরিয়ার কবির ‘রোহিঙ্গাদের নতুন রাষ্ট্র গঠনের তথ্য’ তুলে ধরে বলেন, ‘এই তহবিল শুধু মধ্যপ্রাচ্য থেকে নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসছে। ইংল্যান্ডের ব্যাপারে আমরা সবাই জানি: সেখানকার কয়েকটা এনজিও ইসলামের নাম নিয়ে এখানে রোহিঙ্গাদের মধ্যে কাজ করছে। তাদের বলছে যে, কেউ ফেরত যাবে না, জেহাদ করে আরাকান দখল করতে হবে, কক্সবাজার-বান্দরবানের অংশ এবং আরাকান নিয়ে একটা স্বাধীন রোহিঙ্গা মুসলিম রাষ্ট্র গঠন করতে হবে।’

রোহিঙ্গাদের জঙ্গি কার্যক্রমে জড়ানোর পেছনে জামায়াতকে দায়ী করেছেন শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘রোহিঙ্গারা এদেশে এসেছে ১৯৭৯ সালে। আবারও নতুন যে ঢল নামলো ২০১৭ সালে, তার আগে ২০০৫ সালে আমাদের জরিপে ১২৫টা মৌলবাদী-জঙ্গি সংগঠনের তালিকা তৈরি করেছিলাম, তারমধ্যে ১৭টি ছিল রোহিঙ্গাদের। আরএসও-এর এক কর্মী সাক্ষাতকারে বলেছিল- যারা এখানে আসছে তারা ওখানে সবাই গণহত্যা-নির্যাতনের শিকার। অত্যন্ত গরিব মানুষ, এরা খুবই অসহায়। দারিদ্র্য এবং অসহায়ত্বের সুযোগ নিয়ে জামায়াতিরা তাদের বিভিন্নরকম জঙ্গি কার্যক্রমে রিক্রুট করেছে।’

শাহরিয়ার কবির রোহিঙ্গা আরএসও কর্মীর সঙ্গে তার গোপন সাক্ষাৎকারের বর্ণনা দিয়ে বলেন, ‘সেই আরএসও-কর্মীকে প্রশিক্ষণের জন্য জামায়াতের পক্ষ থেকে লিবিয়া পাঠানো হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন,‘ ওই ছেলেই আমাকে বললো- সে (মিয়ানমার থেকে এদেশে) এসেছে, তারপর জামায়াতের সঙ্গে যোগাযোগ হলো। এরপর উচ্চতর প্রশিক্ষণের জন্য তাকে লিবিয়া পাঠানো হয়। তবে হাঁটুতে আঘাত পাওয়ার জন্য তাকে ফিরে আসতে হয়েছে।’

স্থানীয়রা রোহিঙ্গাদের কারণে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আয়াছুর রহমান। অডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, ‘মানবতাকে পুঁজি করে রোহিঙ্গারা সেখানে অবস্থান করে বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত হয়েছে। নিজেদের মধ্যে মানব পাচার ও মাদক কারবারে জড়িয়ে পড়ছে। তারা ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছে। বিভিন্ন জেলায় গিয়ে পাসপোর্ট বানিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেরাই খুন-খারাবিতে জড়িয়ে পড়ছে।’

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দেশের আলোচিত কিছু সংবাদ নিয়ে একাত্তর টিভির নিয়মিত আলোচনার আয়োজন ‘একাত্তর জার্নাল’। একাত্তর জার্নালে প্রচারিত শাহরিয়ার কবিরের বক্তব্য বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর