দু’একদিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য জানানো হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দুই বিদেশি হত্যাকাণ্ডে শুধু কথিত বড় ভাই নয়, একটি রাজনৈতিক দলের নেতারাও জড়িত রয়েছেন। দু’এক দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য বিস্তারিত জানানো হবে।’
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডে শুধু ‘বড় ভাই’ নন, এর পেছনে যারা জড়িত রয়েছেন তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন। তারা রাজনীতিবিদ। হত্যাকাণ্ডের পর অনেকেই বিদেশে পালিয়ে গেছেন। তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। আর যারা দেশে অবস্থান করছেন তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিদেশি হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে। আরো বিচার বিশ্লেষণ করে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘দু’একদিনের মধ্যে দুই বিদেশি হত্যাকাণ্ডের রহস্য জানানো হবে। ইতিমধ্যে গোয়েন্দারা হত্যার রহস্য উদঘাটন করেছে। সেটি যাচাই-বাছাই করতে একটু বিলম্ব হচ্ছে। তবে এই হত্যা নিয়ে জজ মিয়া নাটক সাজানো হবে না।’
বিদেশি হত্যাকাণ্ডে দেশিয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে-উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় ষড়যন্ত্রকারীরা। দুই হত্যাকাণ্ডের পরিকল্পনা একই জায়গা থেকে হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুটি হত্যাকাণ্ড পৃথক লোকজন করলেও মোটিভ একই। জাপানি নাগরিক হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এক্ষেত্রেও রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে তা জনগণকে জানানো হবে।’
সম্প্রতি রাজধানীর পুরনো ঢাকায় হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিমধ্যে সকল ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি অচিরেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর