ওআইসি সম্মেলনে পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের মক্কায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওআইসির বিশ্বের অন্যান্য দেশের সদস্যবৃন্দ। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে আসা সকল দেশের সদস্যদের রাষ্ট্রীয় লালগালিচা সংবর্ধনা দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

গতকাল শুক্রবার (৩১ মে) অনুষ্ঠিত ১৪তম ওআইসি সম্মেলনে প্রত্যেক সদস্য রাষ্ট্রের জন্য নির্দিষ্ট চেয়ার রাখা হয়। সম্মেলনে সাজানো চেয়ারগুলোতে দেখা যায় বাংলাদেশের পাশেই রাখা হয় পাকিস্তানের চেয়ার।

পাশাপাশি দু দেশের নির্দিষ্ট চেয়ারেই বসতে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তাদের হাসোজ্জ্যল দেখা যায়। এবারের ওআইসি সম্মেলনের শ্লোগান ছিলো ‘ভবিষেতের জন্য ঐক্য চাই’। এ সম্মেলনে আগত সব দেশের নেতারা ভাষণ দিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর