মোদির শপথের দিনে ট্রাম্পের হুঁশিয়ারি

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিপুল বিজয়ের পর দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথের দিন ভারতকে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। মস্কোর কাছ থেকে দিল্লির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনায় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন ট্রাম্প। এ ব্যাপারে ট্রাম্পের এক কর্মকর্তা বলেছেন, ভারেতর এ পদক্ষেপ ভারত-মার্কিন সম্পর্কে গুরুতর প্রভাব পড়বে।

রাশিয়ার কাছে দিল্লির এস-৪০০ কেনার সিদ্ধান্ত অর্থপূর্ণ এবং এটা আমরা মানতে পারছি না বলেও মন্তব্য তার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় গত বছরের ৫ অক্টোবর ৫০০ কোটি ডলার দিয়ে ওই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে চুক্তি হয়। চলতি বছরের জানুয়ারিতে বিবৃতি দিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এস-৪০০ হস্তান্তর শুরু হবে ২০২০-এ। ২০২৩ সালের মধ্যে তা শেষ হবে।

বিশেষজ্ঞদের মত, মস্কোর কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের। যে কারণে ইরান থেকে তেল ও রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনা– দুই ক্ষেত্রেই ভারত বাগড়া দিচ্ছে যুক্তরাষ্ট্রকে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর