ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কঠোর নিরাপত্তা থাকবে, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিবারের মতো এবারও শোলাকিয়া ঈদগাহসহ পুরো কিশোরগঞ্জ শহর চার স্থরের নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। ঈদ জামাতে আগত মুসুল্লীদের সার্বিক নিরাপত্তায় আমাদের পুলিশ সার্বণিক সতর্ক অবস্থানে থাকবে।

বৃহঃস্পতিবার (৩০ মে) সকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমকে এ সব কথা বলেন। তিনি আরও বলেন, পোষাকী পুলিশের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশের সকল বাহিনী নিরাপত্তা দায়ীত্ব পালন করবে। পাশাপাশি র‌্যাব, বিজিবিও নিরাপত্তা দায়ীত্ব পালন করবে বলে জানান তিনি।

এবারো বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্টিত হবে ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। এবারের জামাত হবে ১৯২ তম ঈদ জামাত। ঈদের দিন সকাল ১০ টায় ঈদের জামাত অনুষ্টিত হবে। এদিকে শোলাকিয়া ঈদ জামাতে দুরের মুসুল্লীদের জামাত আদায় করার সুবিধার্থে পূর্বের মতো এবারও ঈদের দিন দু’টি স্পেশাল ট্রেন চলালাচল করবে। পরিদর্শনের সময় পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর