পদ্মা সেতুর ১৩ তম স্প্যান বসানোর প্রস্তুতি চলছে

হাওর বার্তা ডেস্কঃ পদ্মা সেতুর ১৩ তম স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হবে। এর আগে দফায় দফায় স্প্যান বসানোর তারিখ পরিবর্তন করা হয়।

এতে সেতুর প্রায় দু’ কিলোমিটার দৃশ্যমান হবে। জাজিরা প্রান্তে সেতুর সাড়ে তেরশ’ মিটার এবং মাওয়া প্রান্তে একটি স্থায়ী ও একটি অস্থায়ী স্প্যান মিলে মোট ৩০০ মিটার এবং সেতুর মাঝ বরাবর একটি স্প্যান অস্থায়ীভাবে বসানোয় সেতুর মোট ১৮০০ মিটার আগেই দৃশ্যমান আছে।

এখন পর্যন্ত পদ্মা সেতুতে স্থায়ীভাবে বসানো হয়েছে ১০টি স্প্যান এবং অস্থায়ীভাবে বসানো হয়েছে দুটি। সে হিসেবে এবার স্থায়ীভাবে বসানো একাদশ স্প্যান হবে। ১৭ মে জাজিরা প্রান্তে ১২ তম স্প্যান বসানো হয়।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর