স্বপ্নপুরীর শামিয়ানা

হাওর বার্তা ডেস্কঃ জরাজীর্ণ শহরটার গলা বেয়ে চিবুক আবার তা ভেদ করে ফ্যাকাশে হৃদপিণ্ডকেও ছেয়ে আসুক একটা নরম গোধূলি। আমি সেই যাদুর আলোয় সাদা ফড়িং হবো উড়ব আমি। বসবো কালো গিটার তারে।

আসুক না মেঘ হঠাৎ করেই দমকা হাওয়া লাগুক চুলে পোড়ামাটির বাড়িটা নরম হয়ে যাক ঠিক কদমের মতো।
বৃষ্টিস্নাত মাঠ হয়ে যাক যত উঁচু উঁচু ছাদ। আমি সেই ঝুম বৃষ্টির মাঝে তৃষিত চাতক হবো ভিজবো আমি। বসবো এক হ্রদের ধারে।

দূরের আকাশ সন্ধ্যা তারা অথবা আকাশে সেদিন তারাদের বিয়ে হবে খুব করে সাজবে চাঁদখানা স্বপ্নপুরীর  শামিয়ানা। আমি সেই স্নিগ্ধ চাঁদের জোৎস্না হবো গলবো আমি। বসবো জুড়ে গোল আস্তরে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর