সম্প্রচার কেন্দ্রের ১১শ’ সংবাদ কর্মী বীমার আওতায়

হাওর বার্তা ডেস্কঃ বীমার আওতায় আসলো সম্প্রচার কেন্দ্রের ১ হাজার ১১৪ সদস্য। এরইমধ্যে সংগঠনটির সঙ্গে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১০ লাখ ৮ হাজার ৭৮৭ টাকা প্রিমিয়াম বাবদ জমা দেয়া হয়েছে বীমা কোম্পানিটিতে।

জানা যায়, সংগঠনটির সংবাদ কর্মীরা গ্রুপ হসপিটালাইজেশন প্ল্যানের আওতায় দেশের যেকোন হাসপাতালে চিকিৎসা সুবিধা নিতে পারবেন। হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা পাবেন বীমা কোম্পানি থেকে। এই সুবিধা নেয়া যাবে বছরে ৩ বার।

এ ছাড়াও গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স প্লানের আওতায় সংগঠনের প্রতিটি সদস্যের দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ৩ লাখ টাকা, স্বাভাবিক মৃত্যুতে দেড় লাখ টাকা এবং সম্পূর্ণ ও স্থায়ী অক্ষমতায় দেড় লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

এ প্রসঙ্গে সম্প্রচার কেন্দ্রের সদস্য সচিব শাকিল আহমেদ ইন্স্যুরেন্স সাংবাদিককে বলেন, সংবাদ কর্মীরা দেশের জন্য কাজ করছে। তারা সব সময়ই ঝুঁকির মধ্যে থাকে। আমরা প্রথমে ভেবেছি কিভাবে স্বল্প খরচে তাদের স্বাস্থ্যসেবা দেয়া যায়। এ চিন্তা থেকেই বীমা করার বিষয়টি আমাদের মাথায় চলে আসে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর