কাজা রোজা ও কাফফারা আদায়ের নিয়ম

হাওর বার্তা ডেস্কঃ বিষয়টি জানতে চেয়েছেন আজমল হোসেন। কুষ্টিয়া থেকে। যেসব কারণে রোজার শুধু কাজা আদায় করতে হয়, সেগুলো হচ্ছে-

০১. স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করার কারণে যদি বীর্যপাত হয়
০২. ইচ্ছাকৃতভাবে বমি করলে।
০৩. পাথরের কণা, লোহার টুকরা, ফলের বিচি গিলে ফেললে।
০৪. ডুশ সাপোজিটর গ্রহণ করলে।
০৫. নাকে বা কানে ওষুধ দিলে (যদি তা পেটে পৌঁছে)।
০৬. মাথার ক্ষতস্থানে ওষুধ দেওয়ার পর তা যদি মস্তিষ্কে বা পেটে পৌঁছে।
০৭. যোনিপথ ব্যতীত অন্য কোনোভাবে সহবাস করার ফলে বীর্য নির্গত হলে।
০৮. স্ত্রী লোকের যোনিপথে ওষুধ দিলে।
যেসব কারণে কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হয়-
০১. রোজা অবস্থায় ইচ্ছাকৃত পানাহার করলে।
০২. রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সহবাস করলে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর