১ নভেম্বর থেকে সৌদি শ্রমিকদের আরেকটি সুযোগ

যেসব কোম্পানি শ্রমিকদের যথাসময়ে বেতন দেবে না শ্রমিকপ্রতি ৩ হাজার রিয়েল জরিমানা করা হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০ হাজার টাকা। শনিবার সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার সৌদি গেজেট এ খবর প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এ কর্মসূচি বাস্তবায়নের পর অন্তত ২ মাস যারা কোম্পানিতে কর্মরত শ্রমিকদের বেতন দিতে ব্যর্থ হবেন বা বেতন আটকে রাখবেন তাদের জন্য মন্ত্রণালয় সব ধরনের সুযোগ বন্ধ করে দেবে। ওই কোম্পানির অনুমতি ছাড়াই কর্মীদের অন্যত্র চলে যাওয়ার অনুমোদন দেয়া হবে। আগামী মাসের ১ নভেম্বর থেকে মন্ত্রণালয়ের এই ওয়েজ প্রোটেকশন কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির আওতায় যারা এ সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর