তাফসির পরিচিতি: সাহিত্যবোদ্ধা কোরআনপ্রেমীদের প্রিয় গ্রন্থ ‘তাফসীরে আবুস সাঊদ’

হাওর বার্তা ডেস্কঃ তাফসীরে আবুস সাঊদ। কিতাবটির পুরো নাম- ইরশাদুল আকলিস সালীম ইলা মাযায়াল কিতাবিল কারীম। লেখক : কাজী আবুস সাঊদ মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ আল হানাফী রাহ. (ইনতিকাল ৯৮২ হিজরী)।

কনস্টান্টিনোপলের অধিবাসী হিজরী দশম শতাব্দির এই তুর্কি আলেম ছিলেন  সে অঞ্চলের প্রধান হানাফী ফকীহ, বিচারপতি, সাহিত্যিক ও মুফাসসির। এই তাফসীর গ্রন্থটি তাঁর ইলমী গভীরতা, চিন্তার সূক্ষ্মতা ও তাদাব্বুরে কোরআন বা কুরআন বিষয়ক ভাবনা ও গবেষণার উজ্জ্বল প্রমাণ। এতে তিনি খুব সংক্ষিপ্তাকারে, সাহিত্যের মাধুরী মিশিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী আঙ্গিকে কোরআনের তাফসীর পেশ করেছেন।

এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এতে কোরআনের শব্দ ও বাক্য বিন্যাস, আয়াত সমূহের পারস্পরিক মিল ও কোরআনের বালাগাত বা সাহিত্যালংকার সংক্রান্ত মূল্যবান আলোচনা রয়েছে। ফলে এই কিতাব অধ্যয়নের মাধ্যমে কোরআনের বক্তব্য ও মর্ম এবং অলৌকিক বর্ণনাশৈলীর মাহাত্ম্য উপলব্ধি হয়।

পাঁচ খন্ডে প্রকাশিত এই তাফসীর গ্রন্থটি সাহিত্যবোদ্ধা কোরআনপ্রেমীদের প্রিয় গ্রন্থ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর