কিশোরগঞ্জের হোসেনপুরে অনুমোদনহীন জুস কারখানার সন্ধান

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হোসেনপুরে রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনুমোদনহীন জুস কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১৪। বুধবার দুপুরে হোসেনপুর উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৪ পৌরসভার ৪ নংওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের মৃত আশু খাঁর পুত্র রোবহান উদ্দিন খানের বাড়িতে খান ফুড এন্ড বেভারেজ অনুমোদনহীন কোম্পানীতে অভিযান চালায়।

এ সময় তরল পানীয় দ্রব্য ম্যাংগো জুস, অরেঞ্জ জুস, লিচুর জুস, আইসপপ, পটেটো চিপস নকল কারখানার বিপুল পরিমান মালামাল নষ্ট ও কারখানা গুড়িয়ে দেয়া হয়। কারখানার মালিক বোরহান উদ্দিনের স্ত্রী হ্যাপি আক্তার (৪৫) কে ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর কোম্পানী লেঃ কমান্ডার এম শোভন খান জানান, বোরহান উদ্দিন খান তার বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন ধরনের তরল পানীয় ও খাদ্য দ্রব্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর