এক হাজার কোটি টাকা পাচ্ছে কৃষি ব্যাংক

হাওর বার্তা ডেস্কঃ কৃষিঋণ বিতরণে লক্ষ্যপূরণে কেন্দ্রীয় ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল পেতে অর্থ মন্ত্রণালয়ের নীতিগত গ্যারান্টি পেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। শিগগিরই এ টাকা পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটি। এ টাকা পেলে কৃষিঋণ বিতরণে ব্যাংকটির যে মূলধন ঘাটতি আছে সে সমস্যা সমাধান হবে। কৃষি ব্যাংক সূত্র জানায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরের কৃষিঋণ বিতরণে বৃহৎ এ ব্যাংকটির লক্ষ্যমাত্রা রয়েছে পাঁচ হাজার কোটি টাকা।

এর মধ্যে জুলাই-মার্চ ৯ মাসে ব্যাংকটি ৪ হাজার ২৩৯ কোটি ৬৭ লাখ টাকা বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ৮৪ দশমিক ৪৪ শতাংশ। লক্ষ্যপূরণে ব্যাংকটির যথেষ্ট তহবিল না থাকায় বাংলাদেশ ব্যাংক থেকে ৪০০ কোটি টাকা ডিমান্ড লোন নিয়ে কৃষিঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এ টাকা পরিশোধসহ কৃষিঋণ বিতরণ অব্যাহত রাখতে এক হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে থেকে পুনঃঅর্থসংস্থান চেয়েছে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় থেকে গ্যারান্টিপত্র পাওয়া সাপেক্ষে পাঁচ শতাংশ সুদ হারে পুনঃঅর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। শিগগিরই মন্ত্রণালয় থেকে চিঠির উত্তর দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থসংস্থান পেতে ২০০৪ সাল থেকে এ ধরনের গ্যারান্টি দিয়ে আসছে অর্থ মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকরেট অর্থাৎ ৫ শতাংশ হারে এ ঋণ পাবে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক কৃষক পর্যায়ে এ ঋণ ৯ শতাংশ হারে বিতরণ করে থাকে। কৃষি ব্যাংকের একটি সূত্র জানায়, মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণে যথেষ্ট চাহিদা রয়েছে। এ কারণে বাড়তি তহবিলের প্রয়োজন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, কৃষিঋণ বিতরণে নিবেদিত বিশেষায়িত ব্যাংকটির চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কৃষকের কাছে থাকা মোট ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৬৫ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে চলতি অর্থবছরে বিতরণ করেছে ৪ হাজার ২৩৯ কোটি ১০ লাখ টাকা। বাকি টাকা আগের বিতরণ করা। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৭৪৮ কোটি ৪৬ লাখ টাকা। যা মোট ঋণের ১১ দশমিক ৩১ শতাংশ। কৃষিঋণের গড় খেলাপি হারও ১১ দশমিক ২৭ শতাংশ। ব্যাংকটি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মার্চ ৯ মাসে কৃষিঋণ আদায় করেছে হাজার ৭০১ কোটি ৫২ লাখ টাকা। বিতরণের চেয়ে ব্যাংকটি ৪৬২ কোটি টাকা বেশি আদায় করেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর