মাস জুড়ে ছবি মুক্তির প্রক্রিয়া বন্ধ

হাওর বার্তা ডেস্কঃ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজানে প্রতি বছরের মতো এবারও সাপ্তাহিক ছবি মুক্তির প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। বছরে প্রতি মাসে কোন না কোন নতুন ছবি মুক্তি পেলেও এ মাসে কোন ছবিই আর মুক্তি পাচ্ছেনা। তাই পুরোনো ছবিই দেখানো হবে হলগুলোতে।

রোজার মাসে ছবি মুক্তি দিলে ব্যবসায়িকভাবে প্রচুর মার খেতে হয়। এমনিতেই সিনেমা হলে দর্শক সমাগম কম। রমজানে সেটাও থাকে না। তাই এ মাসে ছবি মুক্তি দিয়ে কোনো রকম ‘ঝুঁকি’ নিতে রাজি নন প্রযোজকরা। প্রতি বছর রমজানের এক সপ্তাহ আগে থেকে ছবি মুক্তি দেয়া বন্ধ হলেও এবার সেটা হয় প্রায় পনের দিন আগেই।

অন্যদিকে রমজানের প্রায় দুই সপ্তাহ আগেই ছবির সঙ্কটে বন্ধ রাখা হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী ও অভিজাত দুই হল মধুমিতা ও বলাকা সিনে ওয়ার্ল্ড। তবে বন্ধটা সাময়িক বলেই জানান হল দুটির কর্তৃপক্ষ। ঈদের আগেই আবার খোলা হবে হল দুটি। এছাড়াও  উপ-শহর, উপজেলা আর বিভাগীয় শহরের প্রায় শতাধিক প্রেক্ষাগৃহও বন্ধ হয়ে গেছে  বলেও সমকাল অনলাইনকে জানান প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর