কমেছে পেঁয়াজের দাম

হাওর বার্তা ডেস্কঃ রমজানকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি বাড়ায় বন্দরে কমেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি কমেছে ২ থেকে ৩ টাকা।

দুই দিন আগে বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ বিক্রি হতো ১২ থেকে ১৬ টাকা আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৩ টাকা দরে।

দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত গরম ও রমজান মাসকে সামনে রেখে পর্যাপ্ত আমদানি হওয়ায় দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের চাহিদা কমেছে আর সে কারণে প্রকারভেদে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর