৬১ পয়েন্টে পানি হ্রাস বিভিন্ন নদ-নদীর

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬১টি পয়েন্টের পানি হ্রাস ও ২৫টির বৃদ্ধি পেয়েছে।

রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। একটি পয়েন্টের কোন তথ্য পাওয়া যায়নি।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে যা পরবর্তীতে হ্রাস পেতে শুরু করতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর