৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের ৮৩৬ কর্মকর্তাকে পদায়ন

৩৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া ৮৩৬ জনকে প্রভাষক হিসেবে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে সরকার।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২ মে সকাল ৯টায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে হবে। কোনো কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগ ও পদায়ন বাতিল বলে গণ্য হবে।

নিয়োগ পাওয়া প্রভাষকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে জানিয়ে আদেশে বলা হয়, শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ ও সরকারি কর্ম কমিশনের পরামর্শ (পিএসসি) ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

গত ২ এপ্রিল ৩৫তম বিসিএসে দুই হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৬ সালের ১৭ অগাস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর