হিলারি মাদকাসক্ত বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন বিরোধীদলের প্রার্থী হিলারি মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করেছেন। ১৯ অক্টোবর তাদের সর্বশেষ বিতর্ক অনুষ্ঠিত হবে । তার আগেই হিলরিকে ড্রাগ টেস্ট দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে তিনি বলেন, ‘পরবর্তী বিতর্কের আগে তাদের দুজনেরই ড্রাগ টেস্ট দেওয়া উচিত। দ্বিতীয় বিতর্ক যেদিন শেষ হয় সেদিন হিলারি ঠিক মতো হেঁটে নিজের গাড়ি পর্যন্তও যেতে পারছিলেন না’।

তবে নিজের দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করা হচ্ছে।

তবে হিলারি শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, বেকায়দায় পড়ে ট্রাম্প নির্বাচনকে অনিরপেক্ষ বলে দাবি করার চেষ্টা করছেন। একের পর এক যৌন হয়রানি হয়রানির অভিযোগে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে সমর্থন হারাচ্ছেন ট্রাম্প। আর এ কারণেই ভিত্তিহীন সব অভিযোগ তুলে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করছেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর