হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের হাওরগুলোতে দ্রুততম সময়ের মধ্যে পানি নিষ্কাশন ও ফসল রক্ষাবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। আজ দুপুর ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে থেকে আগামী বোরো মৌসুমে হাওরের ফসলের সুরক্ষায় চার দফা দাবি উত্তাপন করা হয়।

মাবনবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কালিম উদ্দিন মিলন, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, শেরেনূর আলী, আনিসুল হক, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত প্রমুখ।

মানববন্ধন শেষে চার দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি স্মরকলিপি দেয় জেলা বিএনপি। বিএনপির দাবিগুলো হচ্ছে, দ্রুত হাওরের পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ গ্রহণ, ফসল রক্ষাবাঁধ নির্মাণে হালনাগাদ নীতিমালা শতভাগ অনুসরণ ও সরকার দলের লোকদের বাঁধের কাজে সম্পৃক্ত না করে প্রকৃত কৃষকদের সম্পৃক্তকরণ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর