সালমান শাহ’র সময়ের স্কুলছাত্রী নাদিয়া

হাওর বার্তা ডেস্কঃ নাদিয়া খানমকে এবার পাওয়া গেল স্কুল ছাত্রী হিসেবে। তবে প্রেক্ষাপট বর্তমান সময়ের নয়। ১৯৯৩ সালের। সে সময় মুক্তি পায় সালমান শাহ-মৌসুমী অভিনীত কেয়ামত থেকে কেয়ামত ছবিটি। তখন থেকেই প্রেমের শুরু। শুরুটা বোঝানোর জন্যই ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর পোস্টারের সহায়তা নেওয়া হয়।

ঘটনা চক্রে দেখা যাবে ১৯৯৩ সালে নাদিয়া দশম শ্রেণির শিক্ষার্থী,

প্রেম করেন একই স্কুলের শিক্ষার্থী অ্যালেন শুভ্রর সঙ্গে। সেই সময় একমাত্র চিঠিই ভরসা, রোমান্টিক সব কথাবার্তায় ভরা এমন একটি চিঠি স্কুলের অধ্যক্ষ সাদিয়া ইসলাম মৌ-এর হাতে। এরপর ঘটনার মোড় নেয়। কী সেই মোড়?

নির্মাতা জানান সব গল্প এখনই বলে দিলে তো মজা থাকবে না। সেই ছোটবেলার প্রেম আবর্তিত হয় বড়বেলায়।
২০১৭ সাল। যখন ডিজিটাল ও বিশ্বায়নের ছোঁয়ায় বিশ্ব আলোকিত তখন ফের উঁকি দেয় সেই সময়টা। ছোটবেলার চরিত্রে নাদিয়া আর অ্যালেন শুভ্রকে দেখা গেলেও তাঁদের বড়বেলার চরিত্রে আসেন দীপা খন্দকার ও ফজলুর রহমান বাবু।

‘হোমওয়ার্ক’ শিরোনামের এমন নাটকটি তৈরি করছেন নাজমুল হুদা ইমন।   ঈদুল আযহায় একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘হোমওয়ার্ক’।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর