সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের ২০তম সম্মেলনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। এই সম্মেলনের মাধ্যমে দল আরও সুসংহত ও সুসংগঠিত হবে। দলকে সংগঠিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে গণভবনে সম্মেলন বাস্তবায়নে গঠিত উপকমিটিগুলোর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই সম্মেলনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

বৈঠকের সূচনা বক্তব্যে নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আমরা যতদিন ক্ষমতায় থাকবো ততদিনই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হতে থাকবে। আমরা ক্ষমতা থেকে গেলে কী হয় সেটা আমরা সবাই জানি।’

দল ও সরকারের ওপর আসা নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঝড়-ঝাপ্টা অনেক এসেছে। নানাভাবে দোষারোপ করা হয়েছে। দুর্নীতির অপবাদ দেয়া হয়েছে। ক্ষমতা থেকে সরাতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে। দেশি-বিদেশি নানা চাপ সহ্য করেই আমরা ক্ষমতায় আছি।’

জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের এদেশের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। আমরা জনগণের শক্তিতে বলীয়ান হয়েই ক্ষমতাই থাকতে চাই। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।’

আগামী দিনের লক্ষ্য দারিদ্র্য বিমোচন, সে লক্ষে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর