শেয়ারবাজার রাবিশ, ফটকাবাজ

দেশের শেয়ারবাজারকে আবারও ‘রাবিশ’ ও ‘ফটকাবাজ’ বলে অভিহিত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টেলিভিশন আয়োজিত টকশো রাজস্ব ও বাজেট আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে এবং সে টাকা ফেরত আনতে বা পাচার বন্ধে সরকারের উদ্যোগ কি- আলোচনায় জানতে চাইলে মন্ত্রী কোন সমাধান না দিয়ে বলেন, টাকা বেশি হলে পাচার হবেই।

এর আগেও অর্থমন্ত্রী শেয়ার বাজার নিয়ে এমন বিরুপ মন্তব্য করেন।

টকশোতে এবারের বাজেটে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আয়কর ও করপোরেট করের দিকে সরকারের নজর থাকবে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বিনিয়োগ বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

মুহিত বলেন, দেশে করদাতার সংখ্যা ১৪ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখে নিয়ে যাওয়ার ভাবনা আছে সরকারের। বাজেটে তেলের দাম কমানো হলেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে কমানো হবে না বলেও জানান অর্থমন্ত্রী।

এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ না রাখাও ইঙ্গিত দেন তিনি।

অনুষ্ঠানে ব্যবসায়ী-অর্থনীতিবিদেরা বিনিয়োগের জন্য সরকারের কাছে অবকাঠামো উন্নয়নসহ গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা চান। বিনিয়োগের জন্য সব সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর