রোহিঙ্গা বোঝাই ৫ নৌকা ফেরত

জেলার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ৫ নৌকাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শুক্রবার ভোরে ও সকালে নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায় বলে জানায় বিজিবি।

বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৫টি নৌকাকে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার পর রাখাইন রাজ্যে দেশটির সেনা বাহিনীর অভিযান শুরু হলে রোহিঙ্গারা জীবন বাঁচাতে পালিয়ে নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছে।

প্রতিদিন বিভিন্ন সীমান্তে বিজিবির সদস্যরা রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠালেও বিভিন্ন ফাঁক দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে তারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর