রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করল সুপ্রিম কোর্ট বারের প্রতিনিধিদল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেছেন বলে জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি।

তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দল সুপ্রিম কোর্ট (বার) আইনজীবী সমিতির বিভিন্ন কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়, সংগঠনের ৭ হাজার সদস্যের জন্য পর্যাপ্ত স্থান (চেম্বার) না থাকায় তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যে কারণে আইনজীবীরা তাদের দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রপতি বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগতিার আশ্বাস দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর