রাবির ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেন

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান পদত্যাগ করেছেন। এনিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সকালে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।

গত বছরের ৩০ মার্চ ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান। তখন উপাচার্য ছিলেন অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য ছিলেন অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।

নতুন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. এন্তাজুল হক, গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক, প্রক্টর অধ্যাপক মুজিবুল হাক আজাদ খান ও জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক মশিহুর রহমানের পর এবার পদত্যাগ পত্র জমা দিলেন ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর