মেসিকে নিয়ে মন্তব্য: বার্সার পরিচালক বরখাস্ত

‘সতীর্থদের সহায়তা ছাড়া মেসি ভাল করতে পারে না’ এমন মন্তব্য করা কারণে বার্সেলোনার অনুশীলন ও শিক্ষা বিষয়ক পরিচালক পেরে গ্রাতাকোসকে বরখাস্ত করা হয়েছে। কোপা দেল রের শেষ ১৬’র প্রথম লেগে হারলেও ফিরতি লেগের ম্যাচে বুধবার ঘরের মাঠে ৩-১ গোলে জয় পায় এনরিকের দল। ম্যাচটিতে ফ্রি-কিক থেকে একটি গোল করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে বার্সেলোনার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেন মেসি। এই জয়ের পর বার্সেলোনার ওই পরিচালক বলেছিলেন, ‘মেসি একা বার্সেলোনাকে শেষ আটে তোলেননি।
“আন্দ্রেস ইনিয়েস্তা অথবা নেইমার ছাড়া মেসি এমন ভালো করতে করতে পারতো না’।
বার্সেলোনার এই কর্মকর্তা আরো বলেন, ‘এটা সত্যি যে, মেসি দলের সবচেয়ে গুরূত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু লুইস সুয়ারেস ও জেরার্দ পিকেসহ পুরো দলই গুরুত্বপূর্ণ যারা আমাদের শেষ আাটে তুলেছে’।
তবে পরিচালকের পদ হারালেও বার্সেলোনা ছাড়তে হচ্ছে না গ্রাতাকোসকে। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, কাতালান ক্লাবটির যুব একাডেমির একটি দায়িত্ব আগের মতোই পালন করে যাবেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর