ভূমিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে আরও ২ মামলা

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। গতকাল ঈশ্বরদী থানায় এই মামলা দুটি করা হয়। দায়েরকৃত একটি মামলার বাদী ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস এবং অন্যটির বাদী ক্ষতিগ্রস্ত ফুড জংশনের মালিক রুয়েন হোসেন। ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। সেই মামলাতেই গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ভূমিমন্ত্রীর বাড়ি থেকে তার ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেফতার করে। পরে ওই রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসব ঘঁনায় শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরদী শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত (দাঙ্গা) পুলিশ মোতায়েন করা হয়। বসানো হয় চেকপোস্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশের এই সতর্ক অবস্থা জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও মন্ত্রীপুত্রের নামে আরও দুটি মামলার তথ্য নিশ্চিত করেছেন তিনি। গত বৃহস্পতিবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী ঈশ্বরদী বাজারের ফুড জংশন নামে একটি অভিজাত মিষ্টির দোকান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস ও কলেজ রোডের মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। সেই থেকেই উত্যপ্ত হতে থাকে ঈশ্বরদীতে ক্ষমতাসীন দলের রাজনীতির মাঠ। প্রকাশ্যে আসতে থাকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও জামাতা পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর দ্বন্দ্বের দৃশ্যপট। উভয় পক্ষ পাল্টাপাল্টি শোডাউন দেওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে তা আর সম্ভব হয়নি। সবকিছু মিলিয়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ঈশ্বরদীতে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর