ভিসার আবেদন শেষ হচ্ছে কাল

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবারের (১৭ আগস্ট) মধ্যে ভিসার জন্য আবেদন না করলে কয়েক হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। সৌদি সরকার এসব হজযাত্রীর অতিরিক্ত কোটা বরাদ্দ না দিলে এবার হজে যেতে পারবেন না তারা। হজ অফিস জানিয়েছে, এখন পর্যন্ত ভিসা হয়েছে মোট ১ লাখ ১১ হাজার ৯৯ জনের। হজের উদ্দেশে সৌদি পৌঁছেছে ৬৫ হাজার ৮১৫ জন। ভিসার জন্য আবেদন জমা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৫১ জন। এখনও ১১ হাজার ৫৪৭ হজযাত্রীর ভিসার আবেদন জমা পড়েনি। দুটি হজ এজেন্সি এখনও কোনো যাত্রীরই ভিসার আবেদন জমা দেয়নি। এদিকে ভিসা ইস্যুর জন্য সর্বশেষ তারিখ নির্ধারন করা হয়েছে ১৭আগস্ট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর