বানিয়াচঙ্গে হাওরে মাটি আনতে গিয়ে বজ্রপাতে নিহত দুই ভাই

হাওর বার্তা ডেস্কঃ বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে মাটি আনতে গিয়ে বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হল, কাগাপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগহাতা গ্রামের আক্কাছ আলী মিয়ার দুই ছেলে মোঃ বাবুল মিয়া (২৭) ও তার ভাই ইরফান আলী (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে উপজেলার বাগহাতা গ্রামের পাশ্ববর্তী ক্ষেত থেকে বেশ কয়েকজন শ্রমিক নিয়ে নৌকা যোগে মাটি আনতে যায় বাবুল ও তার ভাই ইরফান আলী। মাটি কাটার এক পর্যায়ে একটি নৌকা বোঝাই করে শ্রমিকদের দিয়ে মাটিসহ শ্রমিকদের বাড়িতে পাঠিয়ে দেয় তারা। এসময় হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের উপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এদিকে, দুই ভাইয়ের উপর বজ্রপাত পড়েছে বলে গ্রামের লোকজন শুণতে পায়। পরে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। এক সাথে দুই ভাইয়ের আকাল মৃত্যু যেন মেনে নিতে পারছেন না মা-বাবাসহ তাদের স্বজনরা। দুই ভাইয়ের মৃত্যুতে বাবুল ও ইরফানের মা বার বার মূর্চা যাচ্ছেন। অপরদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবুল মিয়া ও ইরফানের জানাজা স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদেরকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর