বন্যাদুর্গতদের জীবন

হাওর বার্তা ডেস্কঃ এ বছর মৌসুমি বায়ুপ্রবাহের গতি-প্রকৃতি ও বৈশিষ্ট্য ১৯৮৭, ১৯৮৮ ও ১৯৯৮ সালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই তিন বছরই বাংলাদেশে বড় ধরনের বন্যা হয়েছে। তাই এ বছরও তেমন আশঙ্কা করছেন কয়েকজন আবহাওয়াবিদ ও গবেষক। এখন পর্যন্ত বন্যায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য গত ৪৮ ঘণ্টায় ২৪ জন মারা গেছে। অনেকে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। অনেকের আবার ঠাঁই হয়েছে উঁচু সড়ক ও রেললাইনে।
প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। তাই বেড়া, চালা ও খুঁটি নৌকায় তুলে নিয়ে যাচ্ছে একটি পরিবার। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রাম থেকে তোলা। 

সড়কের ওপর আশ্রয় নিয়েছে দুর্গত মানুষ। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের যাত্রাপুর সড়ক থেকে তোলা। 

নাটোরের লালপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসে ভাঙন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার তোলা ছবি।
ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা ভূঁইয়াবাড়ির ঘাট এলাকায় গতকাল বুধবার রাত আটটার দিকে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। এ অবস্থায় এলাকাবাসী বালুর বস্তা ফেলে পানিপ্রবাহ বন্ধ করেন। 
সড়কে আশ্রয় নেওয়া মানুষগুলোর রাত যেন শেষই হতে চায় না। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছি উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক থেকে তোলা। 
গতকাল বুধবার রাতে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি-ভুয়াপুর সড়কের একাংশ ভেঙে গেছে। ফলে জামালপুর ও টাঙ্গাইল জেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। 
বন্যার মধ্যে ভূমিষ্ঠ শিশুটি জন্ডিসে আক্রান্ত হয়েছে। তাকে চিকিৎসক দেখিয়ে আশ্রয়কেন্দ্রে ফিরছেন মা (সামনে)। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রাম থেকে তোলা। 
ত্রাণের অপেক্ষায় বন্যাদুর্গত নারীরা। ছবিটি গতকাল বুধবার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের আরাজি ভোগডাঙ্গা আশ্রয়কেন্দ্র থেকে তোলা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর