বঙ্গভবনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন : রাষ্ট্রপতি

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া করে ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে বঙ্গভবন থেকে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আজ (২১ জানুয়ারি) বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে সকাল ১০টা ২০ মিনিটে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা পৌনে ১১টায়।

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের। লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হয় এ মোনাজাত।

সকাল সাড়ে ৭টা থেকে মোনাজাতের পূর্ব পর্যন্ত হয় হেদায়েতি বয়ান। বয়ান করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য বিভিন্ন বয়সের মুসল্লিদের ঢল নামে ইজতেমার ময়দানে। ইজতেমা ময়দানসহ উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গীবাজার, টঙ্গী স্টেশন রোড, চেরাগআলী জনসমুদ্রে পরিণত হয়। ধর্মপ্রাণ মুসল্লির মুখে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দান। লাখো মানুষ ট্রেন, বাস, ট্রাক, স্কুটার, মোটরবাইক, নৌকা কেউ বা হেঁটে ইজতেমায় যোগ দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর