বগুড়ার শাহনাজ বিশ্বের সেরা শিক্ষক

বিভিন্ন দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে দুবাইয়ে দু’দিনব্যাপী পঞ্চম গ্লোবাল এডুকেশন ও স্কিলস ফোরাম (জিইএসএফ) সম্মেলন শুরু হয়েছে। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন। বিশ্বের সেরা ৫০ জন শিক্ষকের মধ্যে বাংলাদেশের শাহনাজ পারভীন ৩২তম হয়েছেন। গতকাল রোববার বগুড়ার প্রাথমিক স্কুলের শিক্ষিক শাহনাজ পারভীনকে আনুষ্ঠানিকভাবে বিশ্বসেরা শিক্ষকদের একজন হিসেবে ’গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হয়েছে।
শাহনাজ বগুড়া জেলার শেরপুর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে প্রাথমিক স্কুলের দুই শিক্ষকের ঘরে জš§ নেন শাহনাজ। যখন পরিবারকে আর্থিক সহায়তার কারণে প্রাথমিক স্কুল থেকে অনেক শিশু ঝরে পড়ছিল তখন সেই সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ হাতে নেন তিনি। শিক্ষা পদ্ধতির ওপর প্রযুক্তি ও বিভিন্ন মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের বিষয়ে জোর দেন শাহনাজ। নতুন শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজনের পাশাপাশি তিনি এ বিষয়ে গবেষণাও করেছেন। কেন শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা গ্রহণে ব্যর্থ হচ্ছে সেটি তার গবেষণার প্রধান বিষয় ছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর