ফেইসবুকের কাছে বাংলাদেশের জন্য ডেস্ক চাইবে সরকার

ফেইসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের জন্য আলাদা ডেস্ক খোলার অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩০ মার্চ সিঙ্গাপুরে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠেয় সভায় এ প্রস্তাব দেয়া হবে। ওই ডেস্ক থেকে বাংলাদেশের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব পর্যালোচনা করে দেখা হবে।
প্রতিমন্ত্রী বলেন, যেহেতু ফেইসবুক সারা বিশ্বে চলে, তাই বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য যাতে আলাদা আলাদা ডেস্ক রাখা হয় সে অনুরোধ জানানো হবে। এর উদ্দেশ্য হচ্ছে নিজ নিজ দেশের সংস্কৃতির ওপর ভিত্তি করে সমস্যার সমাধান করা।
তারানা হালিম বলেন, ফেইসবুক ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন বিষয়ে প্রতিকার সংক্রান্ত সহযোগিতা চাওয়া হবে। তদন্ত চলছে এমন সব মামলার বিষয়ে তথ্য চাইবো।
তিনি বলেন, ফেইসবুকে ভেরিফিকেশনের যে নীতি আছে, তা যেন কঠোরভাবে বাস্তবায়ন ও মনিটরিং করা হয় তারও প্রস্তাব করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর