নারায়ণগঞ্জের ভোটাররা ভীতিতে: রিজভী

উৎসাহ উদ্দীপনা থাকলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোটারদের মধ্যে ভীতিও রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দিন যত ঘনিয়ে আসছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী, ক্যাডারদের দৌরাত্ব্যের মাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।’

শুক্রবার রাজধানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তার অভিযোগ, এই ভীতির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম কমাতে কার্যকর কোন পদক্ষেপই নিচ্ছে না।

আগামী ২২ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান এবং দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলছেন।

রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জ এমনিতেই সন্ত্রাসকবলিত এলাকা, তবু বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কোন উদ্যোগ এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি।’ বলেন, ‘এই নির্বাচনকে ভয়ভীতিমুক্ত করতে সেনাবাহিনী মোতায়েনের কোন বিকল্প নেই।’

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি হওয়ার খবর নিয়েও কথা বলেন রিজভী। বলেন, ভারতকে উজাড় করে দিচ্ছে বাংলাদেশ। অথচ বিনিময়ে বাংলাদেশ এখন পর্যন্ত কিছুই পায়নি।

রিজভী বলেন, ‘ইতোমধ্যে বলতে গেলে বিনামূল্যেই ট্রানজিট সুবিধা দেয়া হয়েছে। বিনাভোটের বাংলাদেশের নতজানু সরকার প্রজ্ঞা, বিচক্ষণতা. দুরদর্শিতা প্রদর্শনের বদলে বিধ্বংসী ভাঙনের ছেলেখেলায় মেতে উঠেছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর