দূরের মানুষ কাছে আসো, যদি আমার গান শুনতে চাও’উল্লেখ করে বলেন আমি ৭ বারের এমপি, ১ বারও মন্ত্রী হতে পারলাম না

কিশোরগঞ্জ প্রতিনিধি : স্থানীয় দাবি–দাওয়ার প্রেক্ষিতে বক্তব্যের একপর্যায়ে রসিকতা করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, আমি প্রথমে স্পিকার এবং পরে রাষ্ট্রপতি হতে সক্ষম হলেও কখনো মন্ত্রী হতে পারলাম না। তাই আমার কোনো ক্ষমতা নেই। আমাকে শুধু মন্ত্রীদের অনুরোধ করে যেতে হয়।
আমি ৭ বারের এমপি, ১ বারও মন্ত্রী হতে পারলাম না : রাষ্ট্রপতি আবদুল হামিদ

আমি ৭ বারের এমপি, ১ বারও মন্ত্রী হতে পারলাম না : রাষ্ট্রপতি আবদুল হামিদ

কিশোরগঞ্জে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ছাত্র–শিক্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর কিশোরগঞ্জের সন্তান রাষ্ট্রপতি প্রথমে ডেপুটি স্পিকার এবং ২০০৯ সালে স্পিকার নির্বাচিত হন। ২০১৩ সালের মার্চে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ছাত্রলীগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা রাষ্ট্রপতি কিশোরগঞ্জ থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

‘দূরের মানুষ কাছে আসো, যদি আমার গান শুনতে চাও’ এ গানের কলি উল্লেখ করে তিনি বলেন, আমার মঞ্চের চারপাশ ঘিরে যেভাবে বাঁশের বেড়া দেয়া হয়েছে তাতে দূরের মানুষ কাছে আসা তো দূরের

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর