তোমায় ভরে দিলাম

নীলাভ রক্তিম

আভায় আমি

পূর্বাকাশের ডাক

তোমাকে স্মরণে জাগি

ধরিত্রীর সঙ্গোপনে

মুক্তায়নের হাঁক।

কি যে নারী

কি যে নর

নেই কোন ভেদাভেদ

সংঘর্ষের মাঝে

তুমি বিলিয়ে দাও

তাপসীর নাহি কোন বিচ্ছেদ।

আমার নীতিমালায়

আমার আশ্রয়ে

আমি করি দান

প্রতারণা প্রতারকের মাঝে

আমার সংগ্রামে

অপ্রিয় সন্ধান।

চেয়ে থাকো

পাবে আমায়

কোন এক কলঙ্কিনির মাঝে

তোমায় ভরে দেবো

অফুরন্ত চাহনির সাঝে।

ভরপুর পৃথিবী

কোন লজ্জা নেই

তোমায় দিতে

পারবে সব কিছুই

আমার সঙ্গে

তাল মেলাতে।

ক্যাপ্টেন (অব:) ডা: নবী চৌধুরী: লন্ডন প্রবাসী কবি ও জ্যেষ্ঠ চিকিৎসক

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর