টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশ্ব ইজতেমায় আরো এক বিদেশি মুসল্লির মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশ্ব ইজতেমা ময়দানে আরো এক বিদেশি মুসল্লির মৃত্যু হয়েছে। আবদুর রহমান জুব্বা (৭০) নামের এই মুসল্লি দক্ষিণ আফ্রিকার দেশ জিবুতির নাগরিক। আজ ভোরে বিশ্ব ইজতেমার বিদেশি কামরায় মৃত্যু হয় আবদুর রহমানের।

ইজতেমার মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে বাংলাদেশে আসেন আব্দুর রহমান জুব্বা। দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার জন্য তিনি ইজতেমায় থেকে যান। গতকাল রাত দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ সকাল ১০টায় জানাযা শেষে ইজতেমা ময়দানের কবরস্থানে আবদুর রহমানকে দাফন করা হয়। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপে দুজন বিদেশি মুসল্লিসহ ৫ জন মারা গেছেন।

১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর