জোবাইদা রহমানের মামলা বাতিলের রায় …..

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের সম্পদের তথ‌্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলা বাতিলের রায় যেকোনো দিন করবে হাইকোর্ট।

মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেব নাথের হাইকোর্ট বেঞ্চ এই মামলাটি রায়ের জন‌্য অপেক্ষামাণ রেখেছে।

আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। জোবাইদা রহমানের পক্ষে ছিলেন সাবেক অ‌্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী এবং তার সঙ্গে ছিলেন কায়সার কামাল ও রাগীব রউফ।

ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক।

মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর